Previous
Next

সর্বশেষ

আউশকান্দিতে যুক্তরাজ্য প্রবাসীর জায়গা জবরদখলের চেষ্টা

আউশকান্দিতে যুক্তরাজ্য প্রবাসীর জায়গা জবরদখলের চেষ্টা

হবিগঞ্জের প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জে বাড়ছে প্রবাসীদের নানাভাবে  হয়রানি ও বিভিন্ন কৌশলে ভূমি জবরদখলের মতো  ঘটনা ঘটছে প্রতিনিয়ত৷ এ বিষয়ে  গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর পুত্র  যুক্তরাজ্য প্রবাসী  জাহাঙ্গীর আলম চৌধুরী নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷ 


এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷ যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷ 


যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রবাসে থাকায় তার পৈত্রিক সম্পত্তি আমন রকম ১ একর ভূমি  একটি প্রভাবশালী মহল কর্তৃক জোরপূর্বক জবরদখল করিতে মরিযা হয়ে উঠেছে৷ 


এঘটনায় প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর শ্যালক একই উপজেলার গজনাইপুর ইউপির সাতাইহাল গ্রামের জাহিদুর রহমান নামের যুবক বাদী হয়ে গত ২৩ শে মে নবীগঞ্জ থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ 


অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক শান্ত রয়েছে৷ 


তিনি অভিযোগে উল্লেখ করেন, তার ভগ্নিপতি প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী  প্রবাসে থাকায় - পাওয়ার অব অ্যাটর্নি 'র মাধ্যমে তিনি তার সম্পদ দেখা শুনা করেন৷ 


আউশকান্দি মৌজাধীন জে,এল নং ১২৭, খতিয়ান নং-২১০,২১১,দাগ নং - ৪০৭,৪০৮ খতিয়ান নং -২০৬, দাগ নং - ৩৫২,৩৫৪, সহ বিভিন্ন দাগ খতিয়ানে ,মোট মোয়াজি ১০০ শতক ( ১.০০ একর) আমন রকম ভূমি৷ উক্ত ভূমি আউশকান্দি ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আনছার আলীর পুত্র সরদার আবজাল মিয়া,  বৈঠাখাল গ্রামের সৈয়দ আমদ মিয়ার পুত্র সৈয়দ আলী আকবর, মুকিমপুর গ্রামের  সামছু মিয়ার মেয়ে সেবিনা খাতুন ও মৌলভীবাজার জেলা সদরের কেশবচর গ্রামের আনছার মিয়া নামের বিবাদীদের নামে উক্ত উল্লেখিত  ভূমি বিভিন্ন কৌশলে  নামজারী করাইয়াছিল৷ উক্ত নামজারী বাতিলের জন্য জাহিদুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি)  কার্যালয়ে বিবিধ মামলা নং ১৬৫/ ২০২৪-২০২৫ দায়ের করেন৷ যাহা বিচারাধীন রয়েছে৷ মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীগন গত ২৩ মে সকাল অনুমান ৮ ঘটিকায় তফশিল বর্ণিত ভূমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার উদ্দেশ্যে মাটি খনন ও ভরাটের কাজ করিয়া আসছিল৷ এমতাবস্থায় জমির মালিক পক্ষের বাধা নিষেধ উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের নানা ধরনের চেষ্টা এবং  হুমকি দেন প্রভাবশালীরা৷


এঘটনায় নবীগঞ্জ  থানায় জাহিদুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে এরই প্রেক্ষিতে  এস,আই আনিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত  পরিস্থিতি শান্ত করেন এবং সর্দার আবজাল মিয়া গংদের ঘর নির্মাণ থেকে বিরত থাকতে বলেন৷ এতে পরিস্থিতি সাময়িক  শান্ত হয়৷ তবে উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজ করছে বলে স্থানীয়রা জানান৷ এ বিষয়ে ঘর নির্মাণকারী সর্দার আবজাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খরিদাসূত্রে মালিকানাধীন ভূমিতে তিনি ঘর নির্মাণ কাজ করছেন, জবরদখলের বিষয়টি তিনি অস্বীকার করেন৷ 

এ ব্যাপারে এস,আই আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং কাজ বন্ধ রয়েছে বলেও এ প্রতিনিধিকে  জানান৷

আজমিরীগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা  নির্মান ইউএনও'র এক সপ্তাহের আল্টিমেটাম

আজমিরীগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মান ইউএনও'র এক সপ্তাহের আল্টিমেটাম

মোঃ আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজমিরীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র সবজি বাজারের ভুঁইয়া মার্কেট ঘেঁষা সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার ।


খোঁজ নিয়ে জানা যায় , বিষ্ণু রায় নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সবজি বাজার এলাকার সরকারি খাস জমির কিছু অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ শুরু করলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি নির্মাণ কাজ অব্যাহত রেখে নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলেন ।


এ প্রসঙ্গে সোমবার ১৯শে মে২০২৫ইং সন্ধ্যায় ৬ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত থেকে বিষ্ণু রায়ের অনুপস্থিতে তহসিলদার আবুল কালাম কে নির্দেশ প্রদান করেন  বিষ্ণু রায় কে জানিয়ে দেয়ার জন্য ও  এক সপ্তাহের মধ্যে স্থাপনাটি নিজ দায়িত্বে ভেঙে ফেলতে । ইউএনও স্পষ্ট করে বলেন, ‘‘সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


স্থানীয় সচেতন মহল ইউএনও’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন, যা জনস্বার্থবিরোধী। প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতে এমন অনৈতিক কাজের বিরুদ্ধে দৃষ্টান্ত তৈরি করবে।এ ব্যাপারে অভিযুক্ত বিষ্ণু রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে  মোবাইল ফোন রিসিভ করেন নি ।


উল্লেখ্য, আজমিরীগঞ্জ উপজেলার সবজি বাজার এলাকাটি জনবহুল ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এখানে যেকোনো অবৈধ স্থাপনা জনদুর্ভোগ ও নানাবিধ সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান “আগামী এক সপ্তাহের ভিতরে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার আদেশ  দেয়া হয়েছে ও আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ,এধরনের অনিয়ম ও দখলদারিত্বের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সরকারি খাস জমি জনগণের সম্পদ। কেউ ব্যক্তি স্বার্থে তা দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলতে পারবে না।

সংঘর্ষে রক্তাক্ত জলসুখা, বাড়িঘর-দোকানে লুটপাট, আহত ৪০

সংঘর্ষে রক্তাক্ত জলসুখা, বাড়িঘর-দোকানে লুটপাট, আহত ৪০

স্টাফ রিপোর্টার : 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ  উপজেলায়  গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এই ঘটনা টি ঘটে মঙ্গলবার (১৩ মে) সকাল ৮ ঘটিকায় উপজেলার জলসুখা গ্রামে ।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জামাতের নেতা ডা. রেজাউল করিম , আলাউদ্দিন মেম্বার ও জলসুখা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরধরে মাসখানেক পুর্বেও তাদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও বিষয়টি স্থানীয় বিচার শালিশের মাধ্যমে শেষ হয়। উভয় পক্ষে এরই আক্রোশ থেকে যায়, এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জলসুখা ইউনিয়ন সহ সভাপতি জহুর হোসেনের গোষ্ঠী (তিন গোষ্ঠী) জামাতের নেতা ডা. রেজাউল করিম ও আলাউদ্দিন মেম্বারের একত্রিত হয়ে, সর্বশেষ সোমবার (১২ মে) জলসুখা ইউনিয়নের ৬নং ওযার্ডের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি মিনু মেম্বার সহ রেজাউলের দল বল নিয়ে রাত ৭ঘটিকার সময় খেলু মিয়ার গোষ্ঠীর কিছু লোকজন কে ধাওয়া দেয় এবং নিরিহ শহিদ মিয়ার ছেলে মামুন মিয়া সহ এক নারীকে মারধর করে। এরি জের ধরে ১৩ই মে রোজ মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন।

আহতদের মধ্যে সাইকুল বেগম (৫০), জিয়াউর রহমান(৩৫), তকদির মিয়া(৪২), ইমন(২২), নাইম মিয়া(২৪),শামিম মিয়া(১৯), মছদ উল্লা(৬০), জয় (২০), মুসকুদ উল্লা (৫০), আলী নুর (১৪), ফয়সল(১৪) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় উভয় পক্ষে ৬জনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় নেওয়া হয়।

সংঘর্ষ চলাকালে জলসুখা ইউনিয়নের ৬নং ওযার্ডের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি মিনু মেম্বার নেতৃত্বে, জলসুখা ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি মোঃ সলিমুল্লার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লোটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক জন  পলাতক আসামী গ্রেফতার

আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক জন পলাতক আসামী গ্রেফতার

মোঃ আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার : 

আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ  অভিযানে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এস আই ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে ১১ই মে ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ১:৩০ মিনিট সময়  সঙ্গীয় ফোর্সের সহায়তায় আজমিরীগঞ্জ থানার ৫নং শিবপাশা ইউনিয়নের অর্ন্তগত পশ্চিমভাগ গ্রামে অভিযান পরিচালনা করিয়া আজমিরীগঞ্জ থানার মামলা নং-০৫, তাং-১৪/০৩/২৫খ্রিঃ, ধারা-143/447/448/427/380/506/114/34 The Penal Code, 1860 এর পলাতক আসামী ছালেক মিয়া (৫৫), পিতা-মৃত রেশম আলী, সাং-পশ্চিমভাগ, কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু।

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু।

মোঃ আশিকুর রহমান স্টাফ রিপোর্টার : 

গোসল  করে বাড়ি  ফিরা হল না সাজু  নামে এক যুবকের।  


হবিগঞ্জে জেলার আজমিরীগঞ্জ উপজেলার  কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু বরন করে । ১১ই মে রোজ রোববার  বিকেল প্রায় ৫ ঘটিকায়    এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন। 


ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আ: রব মিয়ার সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসলের সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজমিরীগঞ্জের  বিরাট থমথমে  অবস্থা যে কোন সময় ঘটতে পারে আবার ও রক্তক্ষয়ী সংঘর্ষ।

আজমিরীগঞ্জের বিরাট থমথমে অবস্থা যে কোন সময় ঘটতে পারে আবার ও রক্তক্ষয়ী সংঘর্ষ।

স্টাফ রিপোর্টার

উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র  তৈরি করে  মজুত করে রেখেছে। আজমিরীগঞ্জ উপজেলার সদর  ইউনিয়নের বিরাট গ্রাম  আবারও উত্তপ্ত যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী  সং'ঘ'র্ষ। সারা এলাকা জুড়ে থমথমে  অবস্থা ।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ই মে রোজ  বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটি গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে আজও পুরো এলাকায় তমতমে অবস্থা  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র  তৈরি করে  মজুত করে রেখেছে। এবং  উভয় পক্ষে লোকজন  দলে দলে যার যার স্থান ভেদে জমায়েত  হয়ে রয়েছে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।


এই নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম সঙ্গে মুঠোফোনে আলাপ  করলে তিনি জানান , পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেটুকু করার দরকার তা আমরা করব।  এলাকায় যেন রক্তক্ষয়ী সংঘর্ষ না ঘটে সেই দিকে পুলিশ তৎপর রয়েছে, তাছাড়া  এক পক্ষ থানায় এসেছে আলোচনায় বসেছি যেন রক্তক্ষয়ী  সংঘর্ষ না ঘটে।

আজমিরীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়

আজমিরীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা। ৫ই মে রোজ সোমবার রাত ৮ ঘটিকায় অফিসার ইনচার্জের কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আজমিরীগঞ্জ থানার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন, মোঃ শফিকুল ইসলাম। 

তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।তিনি আরও বলেন, পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক , সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা, উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রেসক্লাবের সদস্য বিকে ব্যানার্জী, ফরহাদ চৌধুরী, শরীফ উদ্দিন পেশোয়ার, মো: আশিকুর রহমান,এনামুল হক মিলাদ, কনৌজ ব্যানার্জী, রিয়াদ হোসেন, সেন্টু আহমেদ জীহান, কাউছার আহমেদ, সাইদুল ইসলাম বাহার, ঝুমন মোড়ল, লালন পারভেজ, রনি পারভেজ, আব্দুল মজিদ, কুশিয়ারা বার্তার সম্পাদক  আমিনুল ইসলাম আপন, প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আজমিরীগঞ্জ থানার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে বর্তমান ওসি মোঃ শফিকুল ইসলাম বলিষ্ট ভূমিকা গ্রহন করবেন বলে মত প্রকাশ করেন।