মোঃ মোজাহিদ মিয়া, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভাধীন টানবাজারের দু'পাশ আবারও দখলে নিয়েছে ক্ষুদ্র দোকানিরা। এতে করে ওই বাজারে যানজট সর্বদা লেগেই রয়েছে। নিরসনে নেই কোন উদ্যোগ।
জানাযায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন টানবাজারের ১০ ফুট প্রশস্ত রাস্তার উভয়পাশের ২ ফুট করে মোট ৪ ফুট জায়গায় ক্ষুদ্র দোকানিরা পশরা সাজিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। এতে করে ওই রাস্তার বাকি ৬ ফুট প্রশস্ত রাস্তা দিয়ে রিক্সা, টমটম, টেলাগাড়ি সহ নানা ধরণের যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে আসছে। ওই রাস্তায় দু'টি যানবাহন অতিক্রম করতে নানা ধরণের দূর্ভোগের শিকার হচ্ছিল বাজারে আসা লোকজন। তবে বিশেষকরে দূর্ভোগের শিকার বেশী হচ্ছিল বাজারে আসা নারী যুবতী সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বিগত তত্বাবধায়ক সরকারের শাসনামলে আজমিরীগঞ্জ মাছবাজার সংলগ্ন অন্যান্য কাজের অংশ হিসেবে মাল্টিপারপাস সেড নির্মাণ করা হয়। এতে মিটসেড,ফিসসেড, সবজিসেড ও ওমেন মার্কেট রয়েছে। একই সময় একাধিকবার সেনাবাহিনী পর থানার তৎকালীন অফিসার্স ইনচার্জ এনামুল হক ও পরবর্তীতে নাজমুল হাসানের উদ্যোগে ক্ষুদ্র দোকানিদের ওই সেড সংলগ্ন এলাকায় স্হানান্তরিত করা হয়। এখনও ৭/৮ টি দোকান ওই স্হানে রয়েছে। বাকিদের কেহ ওই স্হান ত্যাগ করে আবার অনেক দোকানিরা দোকানের সামনে ২ফুট দখল করে পশরা সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সুষ্ঠু সড়ক যোগাযোগ স্হাপিত হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে মালবাহী পিকআপ ভ্যান সহ নানা ধরণের যানবাহন, এ ছাড়া রবিবার হাটবার দিন গরুবোঝাই পিকআপ ভ্যান বাজারে প্রবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই যানজট খুলতে ঘন্টব্যাপি অপেক্ষা করতে হয়। সৃষ্ট যানজট নিরসনে বাজারের দু'পাশের ফুটপাত থেকে ক্ষুদ্র দোকানিদের দখলমুক্ত করার কোন বিকল্প নেই। এ ব্যাপারে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার দাবি জানিয়েছে বাজারের ব্যবসায়ীমহল সহ এলাকাবাসী।