সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইল থেকে আলমপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ এ-র কাজ শেষ হওয়ার আগেই নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসীর ধারণা। আলমপুর গুলজার মিয়ার কবর স্থানের পুরব দিকের রাস্তা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এলাকাবাসীর স্বপ্ন বাস্তবে রুপ নিতে যাচ্ছে, এমতাবস্থায় স্বপ্ন বাস্তবায়নের আগেই নদী ভাঙ্গনে স্বপ্ন বাস্তবায়ীত হবেনা বলে এলাকাবাসী মনে করেন। রৌয়াইল গ্রাম থেকে বালিশ্রী হয়ে আলমপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ এ-র কাজ শেষ হলে এলাকাবাসী রানিগঞ্জ হয়ে উপজেলা জেলা সহ রানিগঞ্জ হয়ে ইনাতগন্জ সৈয়দ পুর হয়ে সিলেট আসা-যাওয়া সহ রাজধানীর ঢাকা আসা যাওয়ার জন্য অনেক সুবিধা হবে। সরেজমিনে দেখা যায় রাস্তা পাকাকরণ এ-র প্রায় তিন হাত দুরে এ-ই নদী ভাঙ্গনের চিত্র। এলাকাবাসীর স্বপ্ন বাস্তবে পরিণত করতে এলাকাবাসীর দাবি একটাই স্হানীয় নেতাকর্মী সহ মেম্বার চেয়ারম্যান ও মাননীয় মন্ত্রী মহোদয় ও সড়ক জনপদ এ-র উদ্ভবতন কর্মকর্তা পাউবোর নির্বাহী পরিচালক সহ চাই সবার সহযোগিতা। এলাকাবাসীর দাবি একটাই স্হানীয় নেতাকর্মী সহ মন্ত্রী মহোদয়ের সহযোগিতা চাই।
নদী ভাঙ্গনে একটি রাস্তা হাজার হাজার মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে
প্রকাশিত হয়েছেঃ Friday, August 20, 2021
খবর বিভাগঃ
সিলেট