সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি আর্দশ গ্রাম রৌয়াইল গ্রাম। এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌয়াইল উচ্চ বিদ্যালয়, হাফিজি মাদ্রাসা, আইডিয়া হাসপাতাল ও খেলাধুলার জন্য অনেক বড় মাট। গ্রামের মুরব্বিদের সার্বিক সহযোগিতা নিয়ে যুবকেরা প্রতি বছর ফুটবল খেলার আয়োজন করেন। রৌয়াইল গ্রামের যুবসমাজ একতাবদ্ধ হয়ে সব সময় মিলেমিশে ফুটবল খেলার আয়োজন করেন থাকেন। প্রতি বছরের মতো এবারও ফুটবল খেলার আয়োজন করা হয়।
আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ছদরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমদ সহ রৌয়াইল গ্রামের মুরব্বিয়ান ও যুবসমাজ।
এলাকাবাসী রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের মাঠকে স্টেডিয়াম হিসেবে দেখতে চায়।
এলাকাবাসীর দাবি মন্ত্রী মহোদয়ের সু-নজরে যেন রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের মাঠকে স্টেডিয়ামে পরিনত করেন। রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ও গ্রাম বাসির পক্ষ থেকে একটাই দাবি ডিজিটাল বাংলাদেশের আওতায় এনে এই গ্রামের মাঠকে স্টেডিয়ামে পরিনত করে দিন।