সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার একটি আর্দশ গ্রাম রৌয়াইল গ্রাম, এ-ই গ্রাম হয়ে প্রতি দিন হাজার হাজার মানুষ হিলালপুর হয়ে খামরাখাই জয়নগর শামারগাও গুঁত গাও হয়ে ইনাতগন্জ আসা যাওয়ার একটি রাস্তা। রৌয়াইল থেকে হিলালপুর হয়ে পারম বাজার হয়ে নবীগঞ্জ উপজেলা সহ মারকুলী আসাযাওয়ায় হাজার হাজার মানুষের কষ্টের শেষ কোথায়? বিশেষ করে রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের কষ্ট দেখে সাধারণ মানুষ হতবাক। রৌয়াইল গ্রামের ভিতরের রাস্তা পাকাকরণ হলেও শেষ সীমানায় গিয়ে হিলালপুর যাওয়ার আগ পর্যন্ত প্রায় ৫০০ হাত রাস্তা পাকাকরণ এ-র কাজ হয়নাই। গ্রাম বাসির সহযোগিতায় ইদানীং প্রায় ৫০ হাজার টাকার মাটি ভরাট এ-র কাজ করানো হয় গ্রাম বাসির পক্ষ থেকে। সড়ক জনপদ ও পানি উন্নয়ন বোর্ডের পাউবো সহ মন্ত্রী মহোদয় ইউ এন সহ স্হানীয় নেতাকর্মী মেম্বার চেয়ারম্যান সবাই একটু নজর দিন। আর্দশ গ্রাম রৌয়াইল গ্রাম ও রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়ীত করুন। ডিজিটাল বাংলাদেশকে ডিজিটালে রূপান্তরীত করুন।
রৌয়াইল টু হিলাল পুর রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষের কষ্টের শেষ কোথায়
প্রকাশিত হয়েছেঃ Thursday, August 26, 2021
খবর বিভাগঃ
সিলেট