সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম মহোদয় এবং সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল জনাব বিল্লাল হোসেন , ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব নাজিম উদ্দিন সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংগীয় এএসআই মিজানুর রহমান ও এএসআই সুমন চন্দ্র গোপ কং সোহেল রানা সহ সিলেট দক্ষিন সুরমা থানাধীন ধরিয়াশাহ মাজার সংলগ্ন ফেরীঘাট এলাকা হইতে অদ্য ২৯।০৮/২০২১ইং রাত্র ১২,৩০ ঘটিকার সময় অস্ত্র , ডাকাতি, বিস্ফোরক মামলা সহ ১৪টি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত সর্দার ইদ্রিস আলী (৩৫) পিতা-রোয়াব আলী, সাং-চলিতার বাগ , থানা-ছাতক, জেলা-সিলেটকে ছদ্রবেশে গ্রেফতার করিতে সক্ষম হন। উক্ত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র , ডাকাতি, বিস্ফোরক সহ মোট ১৪টি মামলা রহিয়াছে, তাছাড়া ছাতক থানায় ০২টি ডাকাতি ও ০১টি অস্ত্র ও একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্ট মুলতবী আছে।
ডাকাত সর্দার ইদ্রিস আলী গ্রেফতার
প্রকাশিত হয়েছেঃ Sunday, August 29, 2021