আজমিরীগঞ্জের রেস্টুরেন্টে পচাবাসি খাবার ও অতিরিক্ত দাম! আল ইমরান হোটেলের বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ভাটিবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থিত আল ইমরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে

স্থানীয়দের অভিযোগ, হোটেলটি পচাবাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করার পাশাপাশি অতিরিক্ত মূল্য আদায় করছে। পচা খাবারে অসুস্থ হচ্ছেন গ্রাহকরা অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সংরক্ষিত গ্রিল চিকেন ও অন্যান্য খাবার গরম করে অতিথিদের পরিবেশন করা হচ্ছে। এতে খেয়ে অনেকেই পেটের পীড়ায় ভুগছেন।

স্থানীয় কাকাইলছেও গ্রামের এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন— "খাবারের মান যেমন খারাপ, তেমনি দামও বেশি রাখা হচ্ছে। আমরা কয়েকজন এখানে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। উপরন্তু, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের আচরণও অত্যন্ত খারাপ। আমরা এই হোটেল বয়কট করেছি

" স্থানীয়দের ভাষ্য, আশপাশের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আল ইমরান হোটেলে খাবারের দাম অনেক বেশি। খাবারের মান নিম্নমানের হলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হোটেলের মালিক লিটন মিয়া, তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এমন পরিস্থিতিতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও হোটেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে ভোক্তাদের স্বাস্থ্য আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

শেয়ার করুন