আজমিরীগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা, পরিবারের দাবি স্বপ্নের প্রভাব


হবিগঞ্জের আজমিরীগঞ্জে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল হাসিম (৮৫) নামে এক বৃদ্ধ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় নিজ বসতঘরে তীরের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

আব্দুল হাসিম উপজেলার এক নম্বর সদর ইউনিয়নের রনিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গ্রাম্য কবিরাজ ছিলেন। স্থানীয়রা জানান, সকালবেলা তিনি গ্রাম্য চায়ের দোকানে বসে চা পান করেন। এ সময় তার বৃদ্ধা স্ত্রী হাওরে যান। পরে একাকী বাড়িতে ফিরে তিনি ঘরের তীরের সাথে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. শহিদ মিয়া জানান, আব্দুল হাসিম দীর্ঘদিন ধরে ঘুমের মধ্যে গলায় ফাঁস দেওয়ার স্বপ্ন দেখতেন এবং তা সন্তানদের বলেও আসছিলেন।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, "আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।"


শেয়ার করুন