শিবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

শেখ শিহাব আল মাহমুদ, বিশেষ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলা শাখার অধীন ৫নং শিবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ ফেব্রুয়ারি ২০২৫) বৃহস্পতিবার ইউনিয়নের এক স্থানীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দলকে আরও শক্তিশালী করতে দক্ষ ও ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে আনতে হবে।


সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দ্রুতই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।


শেয়ার করুন