মোঃ আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বেলা ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহকারী শিক্ষা অফিসার হাসিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার ।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম, এ সময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোর্শেদ সরকার ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উপস্থিত বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলধরেন। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর বিভাগঃ
আজমিরীগঞ্জ