স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিন ধরে সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। ধীরে ধীরে এ বিরোধ তীব্র আকার ধারণ করে এবং শ্রমিক ইউনিয়ন দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।
রবিবার দুপুরে সিএনজি স্ট্যান্ডের দখল নিতে তকদির ও আজিবুর গ্রুপের লোকজন এগিয়ে আসলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও তার সমর্থকরা বাধা দেন। এর জেরে বিকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, পুলিশ চলে যাওয়ার পর ফের সংঘর্ষ শুরু হয় এবং তা সন্ধ্যা পর্যন্ত চলে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, সিএনজি স্ট্যান্ড নিয়ে শ্রমিক ও মালিক পক্ষ মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।