জলসুখা ইউনিয়নে বিএনপির ৩নং ওয়ার্ড কমিটি গঠন

মোঃ আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৫১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে মোঃ আব্দুল  আলী চিরা খা  সভাপতি, সহ সভাপতি - আব্দুর  রোপ মিয়া,  সাধারণ সম্পাদক , মোঃ মুকবুল মিয়া , সহ সাধারণ সম্পাদক   আব্দুল আলীম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরফান আলী,    হিসেবে মনোনীত করা হয়েছে।

জলসুখা ইউনিয়ন  বিএনপির আহ্বায়ক বশির আহমদ ও ইউনিয়ন   বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিত মিয়া কমিটির অনুমোদন দেন।  ইউনিয়ন বিএনপির শাখা। আহ্বায়ক   বশির আহমদ বলেন, "দলের তৃণমূলকে শক্তিশালী করতে এই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমি আশা করি, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির প্রতিটি নেতা-কর্মী দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবে।"

ইউনিয়ন  বিএনপির যুগ্ম আহ্বায়ক কদর আলী জলসুখা ইউনিয়ন  ৩নং ওয়ার্ডে বিএনপির নবগঠিত কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিএনপি সবসময় গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।"এছাড়া অন্যন্য নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির নেতৃত্বে জলসুখা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের  বিএনপি আরও সুসংগঠিত হয়ে দলীয় কার্যক্রমকে এগিয়ে নেবে।


শেয়ার করুন