কাকাইলছেওয়ে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

আমিনুল ইসলাম আপন : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪ নং কাকাইলছেও সমাজ কল্যান সংস্থার আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
পহেলা মার্চ শনিবার বিকেল ৩ টায় কাকাইলছেও ফুটবল খেলার মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ সাইফুল ইসলাম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকাইলছেও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রাহমান সওদাগর।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সওদাগর, বিএনপি নেতা বিপি ফখরুল, কাকাইলছেও ইউপি ৪ং ওয়ার্ড মেম্বার আব্দুর রব মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন প্রতিটি ইউনিয়নে এই ধরনের সামাজিক সংগঠন প্রয়োজন। সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি সব সময় সামাজিক সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, তোমরা যদি ভালো কাজ করো তাহলে সব সময় আমরা সবাই তোমাদের পাশে থাকবো। অনুষ্ঠানের শেষে প্রায় চল্লিশজন কোরআনে হাফেজকে সংগঠনের পক্ষ থেকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। 


শেয়ার করুন