আজমিরীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রে*ফতারের দাবিতে মা*ন*ব*ব*ন্ধ*ন || NBB TV

বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলার চার্জভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন 

আমিনুল ইসলাম আপন : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার চার্জভুক্ত অন্যতম আসামী, নোয়াগর গ্রামের বিভিন্ন হত্যা মামলার আসামি, নোয়াগর গ্রামের বিভিন্ন জলাশয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎকারী, আজমিরীগঞ্জ উপজেলায় একের পর এক অপরাধমূলক কর্মকান্ডের হুতা, কুখ্যাত ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবিতে উপজেলার সর্বস্হরের লোকজনদেরকে নিয়ে মানববন্ধন করেছে নোয়াগর গ্রামবাসী৷ 


আজ শনিবার ( ১২ এপ্রিল) দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ নোয়াগর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ তালুকদারের.সভাপতিত্বে ও বিএনপি নেতা আক্তার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান সাজু, শাহজাহান উজ্জ্বল, জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমেদ, নোয়াগর গ্রামের বিএনপি নেতা লেদু মিয়া, লতিফ মেম্বার, মশু মিয়া, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ তালুকদার, আজমিরীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্রাট রাহি রহমান, আজমিরীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ প্রমূখ৷ 

মানববন্ধনে বক্তারা বলেন- গত ৬ মাস ধরে গ্রামবাসী গ্রেফতারের দাবি জানিয়ে আসলেও এখনো গ্রেফতার করা হয়নি৷ গত অক্টোবর মাসে তাকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসী মানববন্ধনও করে৷ কিন্তু তাকে গ্রেফতার করা তো দুরের কথা উল্টো এখন  এলাকায় দাপটের সহিত চলাফেরা করছে দাঙ্গাবাজ শাহজাহান৷ নিজেকে বাচাতে সে নোয়াগর গ্রামে নতুন করে দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে৷ যে কোন মুহুর্তে নোয়াগর গ্রামে সংঘর্ষের আশংকা রয়েছে৷ ৯ হত্যা মামলার আসামী শাজাহানকে ধরতে পুলিশের কোনো তৎপরতাও লক্ষ করা যাচ্ছে না৷

নোয়াগর গ্রামের লোকজনের অভিযোগ - আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক মেম্বার শাহজাহান মিয়া গত ১৫ বছরে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে নোয়াগর গ্রামের সাধারণ মানুষের উপর নানা অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন৷ নিরীহ মানুষদেরকে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন৷ আওয়ামীলীগের দলীয় প্রভাব বিস্তার করে তিনি নোয়াগর গ্রামবাসীর ফান্ডের বিভিন্ন জলাশয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন৷ গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের দিন বানিয়াচংয়ে ৯ হত্যাকান্ডের ঘটনার মামলার তিনি অন্যতম চার্জভুক্ত আসামী৷ এছাড়াও তার বিরুদ্ধে গ্রামের আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে৷ গত সরকারের আমলে র্যাবের হাতেও সে কয়েকবার গ্রেফতার হয়েছে৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ হত্যা মামলার আসামি হয়েও আওয়ামীলীগ নেতা শাহজাহান মেম্বার এখনো দাপটের সহিত নোয়াগর গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷

গ্রামবাসীদের অভিযোগ - শাহজাহানের কাছে এখনো নোয়াগর গ্রামের ফান্ডের কোটি টাকা পাওনা রয়েছে৷ গ্রামবাসীর এসব টাকা তার কাছে চাইতে গেলেই তার লাটিয়াল বাহিনীর লোকজন হামলা করছে৷ গত ২/৩ দিনে শাহজাহানের লাটিয়াল বাহিনী কয়েকজন গ্রামবাসীকে পিটিয়ে আহতও করেছে৷ গ্রামবাসীর পক্ষ থেকে আজমিরীগঞ্জ থানার ওসিকে এসব বিষয় জানানোও হয়েছে৷ গ্রামের সাধারণ মানুষদেরকে এখনো সে হুমকি ধামকি দিচ্ছে৷ গ্রামবাসী অনতিবিলম্বে শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ অন্যতায় দাঙ্গাবাজ শাহজাহানের লাটিয়াল বাহিনী ও গ্রামবাসীর মধ্যে যেকোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে৷ এ নিয়ে বর্তমানে নোয়াগর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷


দাঙ্গাবাজ ও মামলাবাজ শাহজাহানের বিরুদ্ধে আজমিরীগঞ্জ ও বানিয়াচং থানার মামলাগুলো হলো- আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০১ তারিখ ১৫/৮/১৯৮৯ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১৩। তারিখ ২৪/১২/২০০১ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১২। তারিখ ২৮/১২/২০০২ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০২। তারিখ ২৪/২/২০০৩ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০৫। তারিখ ১১/১২/২০০৫ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০৩ । তারিখ ৪/১/২০০৮ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০৩ । তারিখ ৬/২/২০০৮ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০৫। তারিখ ৫/৬/২০১২ খ্রিঃ, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১০ । তারিখ ২৮/৩/২০১৮ খ্রিঃ, জিআর ২০৪/১৯ (বানিয়াচং থানা) ধারা-১৯ এ/১৯ এফ ১৮৭৮ সালের অস্ত্র আইন বিক্রয়ের উদ্দেশ্যে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ দখলে রাখার অপরাধে। আজমিরীগঞ্জ মামলা নং-১/৪৩ তারিখ ৪/৭/২০২০, আজমিরীগঞ্জ মামলার এফআই আর নং-৪/২০ তারিখ ৮/৪/২০২০৷ আজমিরীগঞ্জ থানা মামলা নং-২/২৭ তারিখ ৭/৫/২০২০, আজমিরীগঞ্জ থানা মামলা নং-১১/১৫। তারিখ ২৯/৩/২০২০৷


সর্বশেষ ৫ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচং উপজেলার ৯ মার্ডার এর চার্জভুক্ত ৪৬ নম্বর আসামী।


শেয়ার করুন